ক্রিকেটার নাসুম সুনামগঞ্জে নিষিদ্ধ; কতোটা সত্য?
সাদাকালো নিউজ ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে গণমাধ্যমেও আসছে নানা খবর।
সম্প্রতি একাধিক গনমাধ্যমে খবর এসেছে- নাসুম নাকি নিজ জেলা সুনামগঞ্জের ক্রিকেটেই নিষিদ্ধ। কারণ হিসেবেই দেখানো হয়েছে নানা যুক্তি।
এতোদিন এই বিষয়ে কোন ব্যাখ্যা পাওয়া যায়নি নাসুমের কাছ থেকে। তবে, এবার বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে বিষয়টি পরিষ্কার করেছেন এই স্পিনার।
ক্রিকেটার নাসুম জানান, এক সময় তার দাদার বাড়ি ছিল সুনামগঞ্জে। কিন্তু ১৯৫৮ সালে তিনি স্থায়ীভাবে চলে আসেন সিলেটে। তাই সুনামগঞ্জ এখন তার পৈতৃকনিবাসই নয়। একারণেই,সেই জেলাতে খেলোয়াড় হিসাবে তার নিষিদ্ধ হওয়ার প্রশ্নই ওঠে না।
তিনি জানান, জীবনে একবারই সুনামগঞ্জে একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছেন। তাই তার বিরুদ্ধে যেসব সংবাদ প্রচার হচ্ছে তা সত্য নয়।
জানা যায়, ২০০৫ সালে ১১ বছর বয়সে পেশাদারি ক্রিকেট শুরু করেন নাসুম আহমেদ। তার দাবি সে সময় জেলা ক্রিকেটে সুনামগঞ্জের কোন দলই ছিল না। তখন থেকে সবসময়ই সিলেটের হয়ে খেলেছেন নাসুম। ২০০৬ সাল থেকে সিলেট লীগে খেলেছেন। সিলেট জেলা দলে ৩ বছর খেলেছেন তিনি। ২০১০ সাল থেকে নাসুম বিভাগীয় দলে খেলা শুরু করেন।