ক্যাটরিনার গোপনে বাগদান শেষ; কবে উঠছেন ভিকির ঘরে?
সাদাকালো নিউজ ডেস্ক
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি যেমন আলোচনায় থাকেন তার দক্ষ অভিনয়ের জন্য, তেমনি তার প্রেম নিয়ে চলে ভক্তমহল ও বলিউড পাড়ায় নানা আলোচনা সমালোচনা।
ক্যাটরিনার প্রেম নিয়ে তার ক্যারিয়ারের শুরু থেকেই অনেক রটনা। সালমান খান, রণবীর কাপুর থেকে শুরু করে হালের ভিকি কৌশল। তিন নায়কের সঙ্গেই প্রেমের গুঞ্জন বিয়ে অব্দি গড়িয়েছিলো। বিশেষ করে সালমান খানের সঙ্গে ক্যাটের বিয়ের খবর ছড়িয়েছে বহুবার।
রণবীর কাপুরের সঙ্গেও বিয়ের গুঞ্জন এসেছে। বলিউডভিত্তিক গণমাধ্যমগুলোর দাবি, রণবীরের বাড়িতেই থাকতেন ক্যাটরিনা। পেয়েছেন রণবীরের বাবা-মায়ের আদরও। কিন্তু একটা সময় সেই সম্পর্ক ভেঙে যায়।
এবার নতুন করে ক্যাটের প্রেমের গুঞ্জন ভিকি কৌশলকে ঘিরে। গত বছর থেকেই এই দুজনের প্রেম নিয়ে অফস্ক্রিনে অনেক জল্পনা-কল্পনা চলছে। বলিউডের বিভিন্ন অনুষ্ঠান, পার্টিতে একসঙ্গে হাজির হতে দেখা গিয়েছে ভিকি-ক্যাটরিনাকে। সম্প্রতি, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানী অভিনীত ‘শেরশাহ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও একসঙ্গে হাজির হয়েছিলেন এই জুটি। তবে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় আলাদা বের হন তারা।
বলিউডে গুঞ্জন, তারা নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়েছেন! গোপনে আংন্টি বদলও করেছেন। এমন খবরই প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যমগুলো। ১৮ আগস্ট ক্যাটরিনা ও ভিকির বাগদানের খবরে সরগরম ছিল নেটদুনিয়া। এই নিয়ে নেটিজেনরা খুবই উত্তেজিত। অনেকে আবার ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সালমান খানের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
কিন্তু রটনা কি আদৌ ঘটনা ছিল? এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সত্যিটা জানিয়েছেন ক্যাটরিনা কাইফের মুখপাত্র।
তিনি জানান, এমন কোনো ঘটনা ঘটেনি। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের কোনো বাগদান অনুষ্ঠান হয়নি। আপাতত সালমানের সঙ্গেই ‘টাইগার ৩’ সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা।
বলিউডে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ক্যাটরিনা এবং ভিকি। ক্যাটরিনার টিম জানাচ্ছে যে ব্যাপারটি সত্য নয়।