কে এই হেনড আবদুর রউফ জাজা
সাদাকালো নিউজ ডেস্ক
বয়স মাত্র ১২ বছর। এই বয়সে অলিম্পিকে নাম লিখিয়ে হইচই ফেলে দিয়েছেন হেনড আবদুর রউফ জাজা। সিরিয়ার এই কিশোরীর অলিম্পিকে নাম লেখানোর ঘটনাও বেশ চমকপ্রদ। এশিয়া অঞ্চলে ৪২ বছরের প্রতিযোগীকে হারিয়ে অলিম্পিকে কোয়ালিফাই করেছেন হেনড জাজা। তবে ভাগ্য সুপ্রসন্ন ছিল না তার। ৪-০ সেটে হেরে গেছেন অস্ট্রিয়ার ৩৯ বছর বয়সী খেলোয়াড় লিউ জিয়ার কাছে।