কে এই সামিয়া আফনান প্রীতি?
সাদাকালো নিউজ
সামিয়া আফনান জামাল প্রীতি। ২২ বছরের এই তরুণীর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তবে সেখানে যাতায়াত কম। বাবার চাকরিসূত্রে ঢাকায় থাকে তার পরিবার।
প্রীতি মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন রাজধানীর পশ্চিম শান্তিবাগে। টানা ৪ দিন খিলগাঁও তিলপাপাড়ায় বান্ধবী সুমাইয়ার বাসায় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা দেন নিজের বাসার উদ্দেশ্যে। কিন্তু কে জানতো, আর ফেরা হবে না চেনা নীড়ে, আপনজনদের কাছে।
প্রীতির মা হোসনে আরা বেগম জানান, বাসার একেবারে কাছাকাছি চলে এলে হঠাৎ তিনি ফোন দিয়ে মেয়েকে জানান, ওইদিন রাতেও যেন বান্ধবীর বাসায় থাকেন প্রীতি। কেননা, চট্টগ্রাম থেকে প্রীতির মামা-মামী বেড়াতে এসেছেন।
এরপর প্রীতি আবারোও বান্ধবীর বাসার উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার ভোররাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, ‘উত্তর শাহজাহানপুর আমতলা থেকে প্রীতি ফোন দিয়ে আমাকে তাঁর অবস্থা জানায়। আমার বাসায় যাওয়ার জন্য সে আমাকে সেখানে আসতে বলে।’
পরে আমি সেখানে গেলে, দুজনে মিলে খিলগাঁও তিলপাপাড়া যাওয়ার জন্য রিকশায় চড়ি। রিকশায় ওঠার পরপরই হঠাৎ শব্দ শুনি। আমি আর প্রীতি দুজনেই রিকশা থেকে পড়ে যাই।’
সুমাইয়া আরও জানান, ‘এসময় আমি দেখলাম প্রীতির শরীরে লাল রং। এসব দেখে আশপাশের লোকজনপ্রীতিকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। আর এখানে আসার পর ডাক্তার জানালেন, প্রীতি আর নেই!’