কে এই তামান্না নুরা? বাঁ পায়ে লিখেই জিপিএ-৫!
নাফিজা আক্তার
জন্ম থেকেই দুই হাত ও ডান পা নেই তামান্না নুরার। শুধু আছে বাঁ পা-টা। সেই মানুষটি টেবিলের ওপর বসে এক পায়ে লিখে পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিকে। পেয়েছেন সাফল্যও। তুলে নিয়েছেন জিপিএ-৫। তামান্না নুরা যশোরের বাঁকড়া ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তামান্না নুরা যশোরের ঝিকরগাছার আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পীর মেয়ে।
তবে শারীরিক এই প্রতিবন্ধকতাকে সাফল্যের পথে কখনো বাধা হিসেবে দাঁড়াতে দিতে রাজি নন তামান্না নুরা। এর আগে তিনি পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় বাম পায়ে লিখেই জিপিএ-৫ পেয়েছেন। তামান্নার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে বিসিএস ক্যাডার ও গবেষক হওয়া। অদম্য তামান্না বলেন, ‘আমি লেখাপড়া শিখে প্রকৃত মানুষ হতে চাই। দেশ ও দশের সেবা করতে চাই। আমার শারীরিক অক্ষমতার পরও তো আমি মানুষ। সকলে পারলে আমিও পারব।’
তামান্নার বাবা রওশন আলী বলেন, ছোটবেলা থেকেই তামান্নার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু তার শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি উপলব্ধি করে এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গবেষক হতে চায়। তার আরও দুটি সন্তান লেখাপড়া করছে। তিনি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। তার এ আর্থিক অবস্থায় কীভাবে তামান্নার স্বপ্ন পূরণ করবেন তা নিয়েও চিন্তিত তিনি।