কে এই অভিনেতা সাইমন সাদিক?
নাফিজা আক্তার
১৯৮৫ সালের ৩০ আগস্ট কিশোরগঞ্জ জেলার কলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন সাইমন সাদিক। শৈশব-কৈশোর পুরোটাই সেখানেই কেটেছে অভিনেতার। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তিনি।
একটা সময় ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এই নায়ক। সে সময় চলচ্চিত্রের নতুন মুখের সন্ধানে ‘সুপার হিরো সুপার হিরোইন’ শিরোনামে একটি প্রতিভা বাছাইয়ের প্রতিযোগীতা শুরু হয়। সেখানে নাম লেখান সাইমন সাদিক।
২০১২ সালে ‘জ্বি হুজুর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় সাইমনের। এক পর্যায়ে চাকরি ছেড়ে দিয়ে হয়ে উঠেন পেশাদার অভিনেতা। প্রথম ছবিতে তেমন আলো কাড়তে না পারলেও ২০১৩ সালে ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে দর্শকের কাছে বিপুল পরিচিতি পেয়ে যান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি চিত্রনায়ককে।
২০১৭ সালে ‘জান্নাত’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়ে যান সাইমন সাদিক।
অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় সাইমন সাদিক। বেশ কিছুদিন আগে হুট করেই- স্ত্রী ও সন্তানদের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন চিত্রনায়ক।
পরে জানা যায়, ২০১৪ সালের ডিসেম্বরে ভালোবেসে দীপা নামে একজনকে বিয়ে করেছেন এই অভিনেতা। সাইমন-দীপা দম্পতির দুটি ছেলে সন্তানও রয়েছে। বড় ছেলের নাম সাদিক মো. সাইয়্যান। আর ছোট ছেলের নাম সাদিক মো. সাইয়্যার।
চলচ্চিত্র শিল্পী সমিতির ২৮ জানুয়ারির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইমন সাদিক।