কেমন কাটছে বাঘের ছানা দুর্জয়-অবন্তিকার দিনকাল?
সাদাকালো নিউজ ডেস্ক
রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বেঙ্গল টাইগার দম্পতি টগর আর বেলির ঘরে জন্ম নিয়েছে দুই বাঘ শাবক। এর মধ্যে ছেলেটির দুর্জয় আর মেয়ে শাবকের নাম রাখা হয় অবন্তিকা। এই দুই শাবক তাদের মায়ের সঙ্গে থাকছে।
মাত্র ২ মাস বয়স অবন্তিকা আর দুর্জয়ের। কিন্তু বাঘের ছানা বলে কথা। বিশাল আকারের মাংসের খণ্ড খাওয়ার চেষ্টার কমতি নেই। একইসঙ্গে দর্শনার্থী দেখে ভয় পাওয়া তো দূরের কথা এগিয়ে আসছে সদ্য জন্ম নেয়া এই দুই শাবক। কখনো খেলছে, আবার কখনো মায়ের পিছু পিছু হাটছে।
ভাই বোনের দুষ্টুমিরও যেন কোন শেষ নেই। একবার একজন অন্যজনের ঘাড়ে ওঠে। এর মধ্যেই দৌড়ে গিয়ে তারা পাশে রাখা মাংসের টুকরো মুখে দেয়।
জাতীয় চিড়িয়াখানার নতুন অতিথি যমজ ভাইবোন এই দুই শাবক দুর্জয় ও অবন্তিকা। বাঘ দম্পতি টগর-বেলীর সংসারেও নতুন অতিথি ওরা। এই প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন বাঘ দম্পতি টগর-বেলী।
দুর্জয় ও অবন্তিকা যখন খেলে, তখন আশপাশ দিয়েই ঘোরাফেরা করে তাদের মা বেলী। বাবা টগরের বাচ্চাদের নিয়ে খুব একটা চিন্তা নেই।
২৬ মে জন্ম নেয় দুর্জয় ও অবন্তিকা। সম্প্রতি চিড়িয়াখানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের নামকরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
কর্তৃপক্ষ বলছে, মিরপুর চিড়িয়াখানায় বর্তমানে বাঘের সংখ্যা ১১টি। করোনায় প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকার সুযোগে প্রাণীরা নিজস্ব পরিবেশ ফিরে পায়।
১৯৯০ সালের সেপ্টেম্বরে মিরপুর চিড়িয়াখানায় প্রথম বাঘ-শাবকের জন্ম হয়। তার পর থেকে এখন পর্যন্ত মোট ৪০টি বাঘের জন্ম হয় হয়েছে এই চিড়িয়াখানায়। সেখান থেকে ১১টি বাঘ পাঠানো হয়েছে দেশের বিভিন্ন চিড়িয়াখানা ও সাফারি পার্কে। এছাড়া দুটি বাঘ কুয়েত সরকারকে উপহার হিসেবে পাঠানো হয়েছে।
এর আগে সর্বশেষ ২০১৬ সালে মিরপুর চিড়িয়াখানায় দুটি বাঘের ছানার জন্ম হয়। তবে, জন্মের কিছুদিনের মধ্যেই তারা মারা যায়।