কেন মিডিয়া ছাড়লেন এই অভিনেত্রীও?
জহুরা প্রিতু
ধর্মে-কর্মে মন দেয়ার জন্য ইতোমধ্যে তিন জন মডেল ও অভিনেত্রী শোবিজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার একই উদ্দেশ্যে মিডিয়া জগত ছাড়লেন আরও এক অভিনেত্রী। তিনি ছোটপর্দার অভিনেত্রী। মৌরি সেলিম। ছোটপর্দার পরিচিত অভিনেত্রী। অপূর্ব, ইমন, জোভান, শাওনের বিপরীতে একাধিক নাটকে অভিনয় করেছেন। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, নাঈম, নীলয়, ইয়াশ রোহানের বিপরীতেও।
এই অভিনেত্রী এবার সিদ্ধান্ত নিয়েছেন অভিনয়কে বিদায় জানানোর। এরইমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন এ অভিনেত্রী। লিখেছেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছেন। নিজের ব্যক্তিগত জীবন আর পরিবার নিয়ে ভালো আছেন!
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মৌরি। অভিনয় করেছেন বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটকে। বিজ্ঞাপনেও ছিল তার সরব উপস্থিতি। সিনেমায় অভিনয়ের ইচ্ছা থাকলেও তা আর পূরণ হচ্ছে না। কারণ, সব সময় পরিবারের চাওয়াকেই গুরুত্ব দিয়েছেন তিনি।
অভিনয় ছাড়ার ব্যাপারে মৌরি সেলিম বলেন, ‘সব সময় পরিবারের চাওয়াকেই গুরুত্ব দিয়েছেন। এখনও দেন। তাদের ইচ্ছের বিরুদ্ধে যেতে চান না।
মৌরি জানান, বড় পর্দায় কাজ করার ইচ্ছে থাকলেও পরিবারের কারণে কাজ করতে পারেননি। তবে তিনি যতটুকু চেয়েছেন, তার চেয়ে অনেক বেশি কাজ করেছেন।
তাহলে এখন মৌরি কী করবেন? অভিনেত্রী জানান, তিনি ধর্মে-কর্মে মন দেবেন। তাদের পারিবারিক বায়িং ব্যবসা রয়েছে। সেটা দেখার পাশাপাশি নিজেও একটা অনলাইন ব্যবসা দাঁড় করাবেন।
সবশেষ মৌরি অভিনয় করেছেন আবু হায়াত মাহমুদের ‘একশোতে তে একশো’ ধারবাহিক নাটকে। মৌরি অভিনীত উল্লেখযোগ্য কাজগুলো হলো ‘চেনা অচেনা’, ‘লাভ বার্ডস’, ‘মন বাড়িয়ে ছুঁই’, ‘বৃষ্টি রঙে ভালোবাসা’, ‘হানিমুন’, ‘বিবাহ বিভ্রাট’ ও ‘ব্যাক টু দ্য প্যাভিলিয়ন’, ‘সংসার’ ইত্যাদি।
এর আগে অভিনেত্রী-মডেল সুজানা জাফর, এ্যানি খান এবং উপস্থাপক আমব্রিন ধর্মে-কর্মে মন দিতে মিডিয়া ছাড়ার ঘোষণা দেন। ঘোষণা মতো বহুদিন ধরে তারা মিডিয়ার বাইরে। এরা প্রত্যেকেই ব্যবসা এবং অন্য কোনো উপায়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন।