কীভাবে ঢাকায় আসলেন সানি লিওন? উদ্দেশ্য কী?
বলিউড অভিনেত্রী কারেনজিৎ কৌর ওয়েবার। কিন্তু এই নামে তাঁকে খুব বেশি মানুষ চেনার কথা নয়। কিন্তু যদি বলা হয় সানি লিওন! এক নামে চিনবেন সবাই। এক সময়ের নীল ছবির এই তারকা এখন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। বয়স ৪০ পেরুলেও বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নেন তিনি। এসবই পুরনো খবর। নতুন খবর হলো সানি লিওন এখন ঢাকায়।
শনিবার বিকেলে তিনি ঢাকায় নামেন। বিমানবন্দরে নেমেই তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। এতে ঢাকা বিমানবন্দরে দেখা যাচ্ছে তাঁকে। ছবির বর্ণনায় লেখা, So happy to be in this beautiful country! অর্থাৎ সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি। সঙ্গে হ্যাশট্যাগ দেয়া হয়েছে #bangledesh #dhaka #partytime
প্রথম পোস্টের খানিক পরেই আরেকটি পোষ্ট দেন নীল ছবির জগত থেকে বলিউডে জায়গা করে নেয়া এই অভিনেত্রী। এতে সানিকে দেখা যাচ্ছে দেশের সংগীতশিল্পী তাপস এবং সানি লিওনের স্বামী ড্যানিয়েলকে। এই ছবির ক্যাপশনে লেখা, Time to have some fun with family in Dhaka! অর্থাৎ, ঢাকায় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত। ছবিটি দেখে মনে হচ্ছে সানি ততক্ষণে কোনো বাসা কিংবা অফিসে পৌঁছে গেছেন।
পরিচালক শামিম আহমেদ রনির পরিচালনায় ‘সোলজার’ নামের একটি সিনেমায় কাজ করার কথা ছিল সানির। গত ২রা মার্চ সানি লিওনসহ ১১ জন ভারতীয় শিল্পী ও কলা-কুশলীকে ঢাকায় আসার অনুমতি দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কিন্তু এই তালিকায় যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আবেদন করায় সানি লিওনের অনুমতি বাতিল করার কথা জানানো হয় নতুন বিজ্ঞপ্তিতে।
তাহলে সানি লিওন কেন ঢাকায় এসেছেন? করবেন-ই বা কী? এই প্রশ্নের জবাবে জানা গেছে, সানি লিওন ওয়ার্ক পারমিট না পেয়ে ট্যুরিস্ট ভিসায় ঢাকায় এসেছেন। বাংলাদেশে থাকাকালীন এই সময়ে সানি কোন ধরনের শুটিংয়ে অংশ নিতে পারবেন না। তবে, সানি লিওন বাদে অন্যান্য ভারতীয় শিল্পীরা কিছু শর্ত মেনে ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।