কিয়েভের খুব কাছে রাশিয়ার সামরিক বহর, আবাসিক এলাকায় গুলি
সাদাকালো নিউজ
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার আজ ১৭তম দিন। এই হামলা শুরুর প্রথম দিন থেকেই সব দিক দিয়ে এগিয়ে আছে রুশ বাহিনী। গত কয়েক দিন ধরে রাশিয়ার সাঁজোয়া সেনাদল ইউক্রেনের সীমান্তে অবস্থানের পর ধীরে ধীরে তা দেশটির রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী রাশিয়ার এই সামরিক বহর কিয়েভের খুব কাছে পৌঁছে গেছে। এমনকি বিভিন্ন আবাসিক এলাকায় গুলি ছুড়ছে বলেও জানা যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আক্রমণের জন্য সদা প্রস্তুত রাশিয়ার এই দীর্ঘ সামরিক বহর কয়েকদিন ধরে কিয়েভের উত্তর দিকের সড়কগুলোতে স্থবির হয়ে থাকলেও কিয়েভের উত্তর–পশ্চিমাঞ্চলের শহরগুলোতে এই বহরটির গতিবিধি দেখা গেছে। আর ইউক্রেনের একটি বিমানবন্দরের খুব কাছে এ শহরগুলো অবস্থিত।
এদিকে রুশ বাহিনীর চলমান এই হামলায় আজ শনিবার সকালে ইউক্রেনের কিয়েভ, লাভিভ, খারকিভ ও চেরকাসিসহ বিভিন্ন বড় বড় শহরের বসবাসরত জনগণের উদ্দেশ্য বিমান হামলাজনিত আগাম সতর্কতা সংকেত বাজানো হয়। এছাড়াও গতকাল শুক্রবার দিবাগত রাতেও কিয়েভে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, যা চলেছিল আজ ভোর পর্যন্ত।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, তাঁর দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধে কৌশলগতভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে। ঠিক একইভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া ইউক্রেন এই যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জয়ী কিংবা তাঁর কৌশলগত লক্ষ্য অর্জনে সফল হবেন না।
তবে একই সঙ্গে বাইডেন এটাও জানিয়ে দেন যে, যুক্তরাষ্ট্র কোনভাবেই ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না। কেননা, এটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে বলে তিনি আশঙ্কা করছেন।