কারিনার কাছে বছরের সেরা উপহার দুই দাঁত!
নাফিজা আক্তার
বলিউডের আলোচিত নায়িকাদের মধ্যে প্রথমেই যার নাম আসে তিনি কারিনা কাপুর খান। ব্যক্তিজীবনের আলোচিত একটি বছর পার করে জানালেন সেরা উপহার প্রাপ্তির খবর।
৩১ ডিসেম্বর নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভক্তদের উদ্দেশ্যে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কারিনা। তাতে দেখা গেছে, হাতে খেলনা নিয়ে খেলছেন তার ছোট পুত্র জাহাঙ্গীর আলি খান জেহ। আর হাসছে খিলখিলিয়ে। সেই হাসির ফাঁকেই উঁকি মারছে নিচের মাড়ির দুটো দাঁত।
ছেলের ছবি শেয়ার করে কারিনা ক্যাপশনে লিখেন, ২০২১ সালের সব থেকে সেরা উপহার ওর দুই দাঁত। সবার নতুন বছর ভালো কাটুক।
২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দেন কারিনা। নাম রাখা হয় জাহাঙ্গীর আলি খান জেহ। এরপর সেই ছেলেকে বেশ কিছুদিন মিডিয়া থেকে দূরে রেখেছিলেন অভিনেত্রী। তারপর কাপুর পরিবারের এক অনুষ্ঠানে পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয় কারিনা ও তার ছেলে। এরপর ছেলের ছবি কারিনা নিজেও শেয়ার করেন।
এর পরপরই ছেলের জেহ নাম নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। কারিনার লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ থেকে জানা যায় কারিনার দ্বিতীয় ছেলের পুরো নাম জাহাঙ্গীর আলী খান। মুঘল সম্রাটের নামে ছেলের নাম রাখায় কারিনাকে সহ্য করতে হয় ট্রোলিং, কটাক্ষ! এমনকি, কেউ কেউ ‘দেশদ্রোহী’, ‘হিন্দু নামের কলঙ্ক’ বলতেও ছাড়েননি কারিনা কাপুর খানকে।
অন্যান্য বছর স্বামী সাইফ আলি খান ও সন্তানের সঙ্গে বিদেশ গিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে দেখা যায় কারিনাকে। তবে সদ্য করোনা মুক্ত হওয়ায় এবার মুম্বাইয়ে পার্টি করে নতুন বছরকে স্বাগত জানালেন সাইফ-কারিনা। তবে কোনো হোটেল বা পার্টি সেন্টারে নয়, বাড়িতেই এই পার্টির আসর জমিয়েছিলেন তারা।
সাইফ-কারিনার এই পার্টিতে পরিবারের সদস্যদের বাইরে যোগ দিয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে অন্যতম কুণাল খেমু ও সোহা আলি খান। সেই পার্টির ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন কুণাল খেমু।