কান চলচ্চিত্র উৎসব কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশের জন্য কী আছে এবার?
সাদাকালো নিউজ ডেস্ক
দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে আয়োজন করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। কান কতটা গুরুত্বপূর্ণ তার এটি একটি কারণ। চলচ্চিত্রানুরাগী ও চলচ্চিত্র শিল্পের মানুষদের কাছে কান হলো তীর্থভূমি। কান নিয়ে তামাম দুনিয়ার আগ্রহের শেষ নেই। কেন? একশব্দে বললে ঐতিহ্য!