কাতার বিশ্বকাপের টিকিট নিয়ে কাড়াকাড়ি
সাদাকালো নিউজ
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। আর ৮ মাস পরেই বিশ্বকাপের ২২তম আসর বসবে কাতারে। বিশ্বকাপের জন্য ফুটবল ভক্তরা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
শুরু হয়ে গেছে বিশ্বকাপ নিয়ে নানা আলোচনা। চলতি মাসের মধ্যেই শেষ হবে ইউরোপের প্লে-অফসহ সব অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক ড্র।
কিন্তু এর মধ্যেই কাতার বিশ্বকাপের টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। দিন দিন আকাশচুম্বী হয়ে উঠেছে টিকেটের চাহিদা।
২০ জানুয়ারি প্রথম ধাপের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। আর এ ধাপে টিকিট পাওয়ার জন্য আবেদন করেছিলেন ১৭ লাখ ফুটবলপ্রেমী। সবচেয়ে বেশি আবেদনকারী হলেন কাতারের। এছাড়া আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, মেক্সিকো, সৌদি আরব ও আরব আমিরাত থেকে প্রচুর আবেদন পড়েছে টিকিটের জন্য।
২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু লুসাইল স্টেডিয়ামের ধারনক্ষমতা ৮০ হাজার। কিন্তু এ ফাইনাল ম্যাচের টিকিটের জন্য আবেদন পড়েছে প্রায় ১৮ লাখ!
কাতার বিশ্বকাপের দ্বিতীয় ধাপের টিকির বিক্রি শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি করা হবে। প্রথমধাপের অভিজ্ঞতা থেকে বলা যায় দ্বিতীয় ধাপের টিকিটের জন্য আরও কাড়াকাড়ি লাগবে নিঃসন্দেহে।
এর মধ্যে যদি প্লে-অফ পেরিয়ে রোনালদোর পর্তুগাল কাতার বিশ্বকাপে জায়গা করে নেয়, তাহলে টিকিটের চাহিদা আরও বাড়বে।