কাকে বিয়ে করলেন গ্লেন ম্যাক্সওয়েল?
সাদাকালো নিউজ
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের সাথে ভারতীয় কন্যা বিনি রমনের পরিচয়টা অনেক দিনের। সেই পরিচয় থেকেই পরিণয়। অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন তারা।
আইপিএলের আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ম্যাক্সওয়েল। পরিবারের লোকদের নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জীবনে পা রাখলেন অসি এ অলরাউন্ডার।
বিয়ের খবর নেটমাধ্যমে প্রকাশ করেন নবদম্পতি। বিয়ের আংটি পরা ছবি পোস্ট করে বিনি লিখেছেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’
গ্লেন ম্যাক্সওয়েলের সাথে বিনির পরিচয়টা ২০১৯ সালে, অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে। পরিচয়ের অল্প দিনের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২০ সালে বিনির সঙ্গে বাগদান করেন ম্যাক্সওয়েল। অবশেষে বিয়েটাও সেরে ফেললেন।
ভারতীয় কন্যা বিনি রমনের জন্ম তামিল পরিবারে। বর্তমানে থাকেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বিনি পেশায় একজন ফার্মাসিস্ট।