করোনা-লকডাউনে বিপাকে নিম্ন আয়ের মানুষ; টিসিবির ট্রাকে দীর্ঘ লাইন
সাদাকালো নিউজ ডেস্ক
বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চড়া। তাই নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তের ভরসা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেল। রাজধানীতে লকডাউনের মধ্যে টিসিবির ট্রাকে দীর্ঘ লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শত শত ক্রেতা পণ্য কিনছে। ক্রেতাদের চাহিদার চেয়ে টিসিবির পণ্যের পরিমাণ কম থাকায় লাইনে দাড়িয়েও অনেকে পণ্য কিনতে পারছেন না বলে অভিযোগ করেছেন।