করোনায় কর্মহীন অসহায়দের পাশে ঢাকার পুলিশ সদস্যরা
সাদাকালো নিউজ ডেস্ক
করোনাভাইরাসের দুর্যোগে লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়েছেন হাজারও মানুষ। চরম বিপাকে পড়েছেন দুস্থ দরিদ্র মানুষেরা। তাদের ঘরে এখন খাদ্য সংকট। এই কঠিন পরিস্থিতির মধ্যে কর্মহীন দিনমজুর, গরীব অসহায়, রিকসা ও ভেন চালক,হত দরিদ্র ভাসমান, কর্মহীন ঘরবন্দি এবং মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি।