কবে বিয়ে করছেন বিলাওয়াল ভুট্টো?
নাফিজা আক্তার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো। বর্তমানে এই তরুণের নেতৃত্বে চলছে পাকিস্তান পিপলস পার্টি। হঠাৎ করে বিলাওয়ালের ব্যক্তিগত জীবন জানার ব্যাপারে আগ্রহ হয়ে উঠেছেন পাকিস্তানের অনেকে। বিশেষ করে তিনি কবে বিয়ে করবেন? নতুন করে কারো সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন কি না?
এসব প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন অনেকে। তবে আর অপেক্ষা নয় এবার বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে সুখবর দিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের কৃষিবিষয়ক প্রাদেশিক মন্ত্রী মানজুর ওয়াসান।
পাকিস্তানের পত্রিকা জিওনিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত বুধবার করাচিতে এক সংবাদ সম্মেলনে বিলাওয়ালের বিয়ের ইঙ্গিত দিয়েছেন ওয়াসান। বলেছেন, ২০২২ সালে অথবা পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ী হলে ২০২৩ সালেও বিয়ে করতে পারেন।
১৯৮৮ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বিলাওয়াল ভুট্টো। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং আসিফ আলি জারদারির একমাত্র পুত্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছেন। ২০০৭ সালে পাকিস্তান পিপলস পার্টির সভাপতি নির্বাচিত হন বিলাওয়াল।
২০১২ সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খানের সঙ্গে বিলাওয়াল ভুট্টোর প্রেমের গুঞ্জন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিলো। সে সময়কার খবরে বলা হয়, হিনা-বিলাওয়াল বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান। তারা ঘর বাঁধতে চান সুইজারল্যান্ডে। এই পরকীয়ার খবরে তখন কেঁপে উঠেছিলো পাকিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদ।
প্রেসিডেন্ট ভবনে হিনা ও বিলাওয়ালকে অন্তরঙ্গ অবস্থায় দেখতেও পেয়েছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এর পরই প্রেমের ব্যাপারটি জানাজানি হয়ে যায়। কিন্তু তাতে বাধ সাধেন বিলাওয়ালের পিতা আসিফ আলী জারদারি।
এরপর ২০২০ সালে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের কথিত বান্ধবী এবং পাকিস্তানের অভিনেত্রী মেহউইশ হায়াতের সঙ্গে বিলাওয়ালের প্রেমের গুঞ্জন উঠে। এক টেলিভিশন সাক্ষাৎকারে এই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, ‘কেমন পুরুষ পছন্দ তার। সে সময় তিনি সাফ জানিয়ে দেন, লম্বা পুরুষই তার পছন্দ।
এসময় উপস্থাপক মেহউইশকে প্রশ্ন করেন, তিনি কি পাকিস্তানের সেই তরুণ রাজনীতিবিদের কথা বলছেন যিনি সম্প্রতি পাকিস্তানের জাতীয় অ্যাসেম্বলির সদস্য হয়েছেন? তা শুনেই অভিনেত্রী জানতে চান, ‘আপনি কি বিলাওয়ালের কথা বলছেন?’
প্রশ্ন শুনে উপস্থাপক বলেন, তিনি বিলাওয়াল ভুট্টোর কথা বলছেন না। তবুও যদি বিলাওয়ালের সঙ্গেই মেহউইশের বিয়ের কথা ওঠে তাহলে তার সিদ্ধান্ত কী? এমন প্রশ্নে পাক অভিনেত্রী নিঃসঙ্কোচে বলেন, বিলাওয়াল সত্যিই সুদর্শন। তাকে তার পছন্দ।