কঙ্গোয় ট্রেন লাইনচ্যুত হয়ে খাদে, নিহত ৬১
সাদাকালো নিউজ
আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে খাদে পড়ে অন্তত ৬১ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫২ জন।
কঙ্গোর রাষ্ট্রীয় রেল কোম্পানি এসএনসিসি ও স্থানীয় সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্র মতে, ট্রেনটি মালবাহী হলেও এতে যাত্রী তোলা হয়েছিল। ট্রেনটিতে ১৫টি বগি ছিল। তার মধ্যে খালি ছিল ১২টি বগি। টেনকে শহরকে উদ্দেশ্য করে লুনেন থেকে যাত্রা করে ট্রেনটির । স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে এটি বুয়োফওয়ে গ্রামে লাইনচ্যুত হয়ে পড়ে। ওই এলাকায় একটি গিরিখাদ রয়েছে এবং লাইনচ্যুত হওয়ার পর পরই ট্রেনটির ১৫টি বগির মধ্যে ৭টিই খাদে পড়ে যায়।
এ ঘটনায় নারী, পুরুষ, শিশু মিলে ৬১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫২ জন। চিকিৎসা প্রদানের জন্য আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।