ওয়ার্নের শেষ বিদায়ের তারিখ-ভেন্যু চূড়ান্ত
সাদাকালো নিউজ
গেল ৪ মার্চ ৫২ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। এখন চলছে তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি।
অবশেষে চূড়ান্ত করা হয়েছে শেন ওয়ার্নকে শেষ বিদায় জানানোর ভেন্যু ও সময়সূচি। কিংবদন্তি এ লেগ স্পিনারের ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী ৩০ মার্চ রাষ্ট্রীয়ভাবে তাকে জানানো হবে শেষ বিদায়।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিক্টোরিয়া রাজ্যের সরকার প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস এ তথ্য নিশ্চিত করেছেন। সেখানে ড্যানিয়েল লেখেন, ‘ওয়ার্নিকে বিদায় জানানোর জন্য এমসিজির চেয়ে বেশি উপযুক্ত জায়গা বিশ্বে আর কোথাও নেই।’
তবে ওয়ার্নের শেষ বিদায়ের এই অনুষ্ঠানের টিকিট সম্পর্কিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। প্রায় এক লাখ ধারণক্ষমতার এই স্টেডিয়ামে দর্শকসংখ্যায় কোনো বাঁধাধরা নিয়ম থাকবে না বলে জানানো হয়েছে।
মেলবোর্নের মাঠে শেন ওয়ার্নের অনেক উল্লেখযোগ্য মুহূর্ত ছিলো। ১৯৯৪ সালে বিখ্যাত অ্যাশেজ হ্যাটট্রিক এবং ২০০৬ সালে বক্সিং ডে টেস্টে নিজের ৭০০তম উইকেট মেলবোর্নের মাঠেই নিয়েছিলেন ওয়ার্ন।