এবার সামান্থার সেই ভিডিও প্রকাশ্যে, ভাইরাল
নাফিজা আক্তার
ভারতীয় দক্ষিণি সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বর্তমানে ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন। প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। গত ১৮ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি। প্রকাশের পর থেকেই গানটি নেটদুনিয়ায় ঝড় তুলেছে। বর্তমানে সামান্থার সেই গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপরে রয়েছে।
গত ১০ ডিসেম্বরে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা’ গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। মুহূর্তেই বিশ্বব্যাপী সাড়া ফেলে গানটি। সেই গানের জন্য কঠিন পরিশ্রম করতে হয়েছে অভিনেত্রী সামান্থাকে।
শুটিংয়ের আগে সেই গানের নাচের অনুশীলন করা একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে দেখা যায়, গানটির সঙ্গে নাচের বিভিন্ন স্টেপ নিয়ে অনুশীলন করছেন সামান্থা। কোরিওগ্রাফারের সঙ্গে মাঝে মাঝে মজা করতেও দেখা যায় তাকে। অনুশীলনের সময় তার একাগ্রতা দেখেই বোঝা যায়, গানটির জন্য অনেক পরিশ্রম দিয়েছেন এই নায়িকা।
আইটেম গানটির অনুশীলনের বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে সামান্থা বলেন, ‘বিভিন্ন সময়ে কিছু বিষয়ে আমরা অনেক বেশি পরিশ্রম করি। কিন্তু তার সবটাই পর্দায় দেখানো হয় না। দুর্দান্ত কোরিওগ্রাফির একঝলক এটি।’
নায়িকার অনুশীলনের এই ভিডিওটিও নেট দুনিয়ায় ভাইরাল। ভিডিওটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘তোমার কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের কারণে এখনো তুমি সেরা।’ আরেকজন লিখেছেন, ‘তোমার এই শ্রমের মূল্য অর্থে পরিশোধ করা সম্ভব নয়। গত ১০ বছরের মধ্যে এটি সেরা আইটেম গান।’
ইউটিউবে গানটি এ পর্যন্ত দেখা হয়েছে চার কোটিরও বেশিবার। তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। লিখেছেন রাকীব আলম।
কাজ থেকে ছুটি নিয়ে আপাতত গোয়ায় ছুটি কাটাচ্ছেন সামান্থা। সেখানকার কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোতে দেখা গেছে, জলের মধ্যে স্নানপোশাক পরে গায়ে রোদ মেখে নিচ্ছেন নায়িকা। তার হাসি যেন থামতেই চাইছে না। রংবাহারি স্নানপোশাকে চেনা ছকের কিছুটা বাইরে তিনি। আর সেই মুহূর্তের কিছু ছবি ক্যামেরাবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামান্থা নিজেই।