স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে নতুন সিদ্ধান্ত নুসরাতের
সাদাকালো নিউজ ডেস্ক
কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের জীবনে একের পর এক বিতর্কের ঝড় এসে আছড়ে পড়ছে। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ইতি টেনে গত নভেম্বরে নিখিলের বাড়িও ছেড়েছেন এই অভিনেত্রী। এরপর গুঞ্জন উঠে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে প্রেম নিয়ে। তারপর তো সবাইকে চমকে দিয়ে মা হওয়ার ঘোষণা।
তবে অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি নুসরাত। এমনকী হবু সন্তানের বাবা কে, তা নিয়ে নানা সমালোচনার মুখেও নুসরাত মুখে কুলুপ এঁটেছিলেন।
জানা যায়, চলতি আগস্ট মাসেই সন্তানের জন্ম দেবেন। তার আগেই স্বামী নিখিলের সাথে আইনি লড়াইয়ে নেমেছেন। সম্প্রতি এই মামলার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।মামলার আইনজীবী বদলেছেন। এতদিন নুসরাতের হয়ে মামলা লড়ছিলেন সৌমেন রায় চৌধুরী। আর এবার নুসরাতের হয়ে আদালতে লড়বেন আইনজীবী চিন্ময় গুহ ঠাকুরতা।
জানা গেছে, গত বুধবার (১৮ আগস্ট) নিখিল-নুসরাত মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে এদিন শুনানি হয়নি। আগামী ৩ সেপ্টেম্বর মামলার শুনানির তারিখ দেওয়া হয়েছে।
অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে হাতে হাত ধরে পার্ক স্ট্রিটে ঘুরেছেন তিনি। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিল এই ছবি। ছবি দেখে শোরগোল শুরু হয়েছিল নেটদুনিয়ায়। নুসরাতের জীবনে একের পর এক বিতর্কের ঝড় এসে আছড়ে পড়ছে। তবুও মনোবল হারাননি তিনি। বরং এই ঝড় ঝাপটা কাটিয়ে মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী নুসরাত জাহান।
মন্তব্য করুন :
