নিঝুম দ্বীপ: নীরবতার স্বর্গরাজ্য
সাদাকালো নিউজ ডেস্ক
রাজ্যের নীরবতা এখানে। প্রকৃতিই এখানে রাজত্ব করে। নিঝুমতার এই রাজ্যের নাম নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপের এক দিকে মেঘনা নদী আর তিন দিকে বঙ্গোপসাগর। ছোট্ট একটি দ্বীপ এটি। নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থান নিঝুমদ্বীপের। বিশাল জলোরাশির মাঝে একখণ্ড সবুজের ভূমি। যেন চির সবুজের দ্বীপ।
