কে এই শাহেদ?
সাদাকালো নিউজ ডেস্ক
কিছু নাম আছে যেগুলো কর্মের প্রতিশব্দ হয়ে দাঁড়ায়। এই যেমন মীরজাফর। নাম হলেও, তা এখন বিশ্বাসঘাতকতার প্রতিশব্দ। বর্তমান সময়ের এমনই একটি নাম শাহেদ। এই নামটিই হয়ে উঠেছে প্রতারণা শব্দের সমার্থক।
বিজ্ঞাপন
মন্তব্য করুন :
