এক ভাইরাল গানে বলিউডে হাতছানি সেই গায়িকার
সাদাকালো নিউজ ডেস্ক
নেটদুনিয়ায় এখন চলছে ‘মানিকে মাগে হিঠে’ ঝড়। সিংহলী ভাষার এই গান এখন মানুষের মুখে মুখে। আর এই গানের মাধ্যমে রাতারাতি তারকা ইয়োহানি দিলোকা দে। ‘র্যাপ রাজকন্যা’ হিসেবে পরিচিত এই শিল্পী ইউটিউবের মাধ্যমে সংগীত ক্যারিয়ার শুরু করেন। তার র্যাপ গান ‘দেবীয়াঙ্গে বারে’ বেশ জনপ্রিয়তা পায়। ‘মানিকে মাগে হিঠে’ গানটি ভাইরাল হওয়ার পর বলিউড তারকাদেরও নজরে এসেছেন ইয়োহানি। অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়াসহ বলিউডের অনেক তারকা তার কণ্ঠে মুগ্ধ হয়েছেন।
বিজ্ঞাপন
মন্তব্য করুন :
