এক্সক্লুসিভ: লকডাউনে ফিট থাকতে যা করছেন ঢালিউড তারকারা
সাদাকালো নিউজ ডেস্ক
করোনার সংক্রমণ ঠেকাতে গত বছর থেকে ধাপে ধাপে লকডাউন দিয়ে আসছে সরকার। এই পরিস্থিতিতে সিনেমার শুটিংও বন্ধ। মাঝে লকডাউন উঠে গেলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকতে ফের কঠোর লকডাউন চলছে দেশে। কাজের ব্যস্ততা না থাকায় ঢাকাই ছবির নায়িকারা জিমে যাচ্ছেন নিয়মিত। সেখানে ঘাম ঝড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করছেন, নিচ্ছেন ভক্তদের বাহবা।
এতদিন দেশের দর্শকরা বলিউডের সু্স্মিতা সেন, কারিনা কাপুর, মালাইকা অরোরাদের জিম করার ভিডিও দেখেছেন, খবর পড়েছেন। কিন্তু এখন তারা দেশের নায়িকাদের জিমে যাওয়ার ছবিও দেখছেন। তাই নিশ্চিত করেই বলা যায়, ঢালিউড তারকারাও এখন শরীরচর্চার বিষয়ে ভীষণ সচেতন। এ তালিকায় আছেন জয়া আহসান, আরিফিন শুভ, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মীম, নুসরাত ফারিয়ারা। এমনকি আছেন হালের দীঘি ও পূজা চেরি।
বিজ্ঞাপন
মন্তব্য করুন :
