ইলিয়াস আমাকে ভোগ করার জন্য বিয়ে করেছিল: সুবাহ
নাফিজা আক্তার
সংসার ভাঙছে সদ্য বিয়ে করা দম্পতি সংগীতশিল্পী ইলিয়াস হোসেন ও মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার। গত ২৩ ডিসেম্বর নিজেদের গায়ে হলুদের ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলো দুই জনে। এরপর রাজধানীর বনানীতে বাসা ভাড়া নিয়ে নতুন সংসারও শুরু করেছিলো তারা। এর পরই তাদের মধ্যে শুরু হয় নানা সমস্যা।
গত ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তারা। এরপর সোশ্যাল মিডিয়ায় দুইজনের বাগবিতণ্ডা শুরু হয়। ইলিয়াস অভিযোগ করেন, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। এমনকি বিয়ের পর তার গায়ে হাতও তুলেছেন অভিনেত্রী।
অন্যদিকে সুবাহর অভিযোগ, ইলিয়াস তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। এছাড়া তাকেও মারধর করেছেন গায়ক। বর্তমানে তাদের সম্পর্ক বিচ্ছেদের দিকে গোড়াচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কল রেকর্ড প্রকাশ করেন সুবাহ। যেখানে তিনি দাবি করেন, তার টাকা ও শরীর ভোগের জন্যই ইলিয়াস তাকে বিয়ে করেছিলেন।
সুবাহ বলেন, আমি সংসার করার জন্য সরল মনে ইলিয়াসকে বিয়ে করেছিলাম। আর ও আমাকে বিয়ে করেছিলো আমার শরীরটাকে ভোগ করার জন্য আর টাকার জন্য। বিয়েতে শাড়ি, গয়না এমনকি ইভেন্টেও এক টাকা খরচ করেনি ইলিয়াস। অথচ বিয়ের পর সে আমার কাছে অনেক কিছু চেয়েছিলো। আমার মা তাকে ২৫ হাজার টাকা দামের একটা ঘড়ি গিফট করেছে। ডায়মন্ডের দুইটা আংটি, হোয়াইট গোল্ডের চেইন, জুতা-স্যান্ডেল, বিয়ের শেরওয়ানি, পাঞ্জাবিসহ আরও অনেক কিছু আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি। আমার আম্মু ইলিয়াসকে বলেছিলো তোমার যা যা দরকার সব আমরা দেবো। সুবার বাবা বেঁচে নেই এ কারণে গাড়ি-ফ্ল্যাট কিনে দিতে একটু সময় লাগবে।
অভিনেত্রী জানান, আমাকে সবাই ভুল বুঝবেন না, ইলিয়াসকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আল্লাহর কাছে এবং আপনাদের সবার কাছে আমি ওই চরিত্রহীন-মিথ্যাবাদীর নামে বিচার দিয়ে রাখলাম।
এদিকে ৪ জানুয়ারি রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় গায়ক ইলিয়াসের বিরুদ্ধে যৌতুক চেয়ে মারধরের অভিযোগ এনে মামলা করেছেন স্ত্রী অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা।
এখন পর্যন্ত ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়িকা সুবাহ। তবে মুক্তি পায়নি একটিও। রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। অন্যদিকে ইলিয়াস হোসাইন সংগীতশিল্পী হিসেবে সাফল্য পেয়েছিলেন। তার কণ্ঠে ‘না বলা কথা’, ‘এক পলকে’, ‘নীল নয়না’সহ বেশ কিছু গান হিট হয়েছিল। কিন্তু বর্তমানে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয়।