আবেদনময়ী রূপে বিদ্যা বালান!
নাফিজা আক্তার
নতুন বছরের প্রথমদিনটাই ছিলো বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের জন্মদিন। ৪৩ বছর বয়সে পা রেখেছেন এই অভিনেত্রী। তাই বিশেষ এই দিনে ভক্তদের সামনে নতুন রূপে হাজির হয়েছেন বিদ্যা বালান।
বলিউডের অন্য সব নায়িকাদের মধ্যে বিদ্যা বরাবরই সাহসী। নিজেকে পোশাকের ভেতর অযথা আটকে রাখেন না এই নায়িকা। সিনেমার প্রয়োজনে শরীরী সৌন্দর্য মেলে ধরেন অভিনেত্রী। এবারও আবেদনময়ী রূপে দেখা গেছে বিদ্যাকে। কালো করসেট টপের সঙ্গে ম্যাচিং প্যান্ট পরেছেন। এর ভেতরে উঁকি দিচ্ছে বিদ্যার প্লাস সাইজের ফিগার। মেদ, স্থুলতা সব মিলিয়ে তার রূপের মোহ যেন আরও তীব্রতা ছড়াচ্ছে।
নতুন এই সব ফটোশুটের ছবিগুলোর ক্যাপশনে বিদ্যা বালান লেখেন, ‘এক ঘণ্টা ২০২২ সালের ক্যালেন্ডার পড়ার জন্য, আর এক ঘণ্টা আমার জন্মদিনের জন্য।’ তার এই পোস্টে ২ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে।
১০ বছর আগে ‘ডার্টি পিকচার’ সিনেমায় বিদ্যাকে আবেদনময়ী রূপে দেখেছিলো সবাই। কিন্তু এখনকার বিদ্যা যেন পুরোপুরি বদলে গেছেন। কারণ এর আগে অভিনেত্রী হিসেবে যতটা না প্রশংসা কুড়িয়েছেন বিদ্যা তার থেকে বেশি কথা শুনতে হয়েছে নিজের ওজন নিয়ে।
ছোট থেকেই স্বাস্থ্যবতী ছিলেন বিদ্যা বালান। বলিউডে অভিনয় শুরুর পর থেকে ফিট থাকতে ও জিরো ফিগার হতে তাকে নানা কসরত করতে হয়েছে। বিদ্যার কথায়, ‘কিশোরী থাকতেই সবই আমাকে বলতো, এত সুন্দর তুমি কিন্তু ওজন কেন কমাও না?’