আবারও বিয়ে করছেন নোবেল? ঘনিষ্ঠ ছবি দিয়ে তরুণীর স্ট্যাটাস
সাদাকালো নিউজ ডেস্ক
সময় ভালো যাচ্ছে না তরুণ কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের। পিছু ছাড়ছে না বিতর্ক। একের পর এক ঘটনায় হচ্ছেন সমালোচিত। এবার ‘মিলা চৌধুরী’ নামে একটি ফেইসবুক আইডি থেকে দাবি করা হয়েছে— নোবেল আবার বিয়ে করছেন। ওই আইডি থেকে নোবেলের সঙ্গে তোলা একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে: ‘অবশেষে বুঝি পরিচয় পেতে চলছে তোমার আমার দীর্ঘ পথচলা; দেড় বছর রিলেশনের পর আজ সে দিবস, সে বিয়েতে রাজি। সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ।’