আফগানিস্তানের নাম বদলে দিচ্ছে তালেবান
সাদাকালো নিউজ ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পরই দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদরের সঙ্গে মাত্র ৪৫ মিনিট বৈঠকের পরেই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন আশরফ গনি। তারপরই দেশ ছাড়েন তিনি।
এদিকে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তালেবানকে বিজয়ী ঘোষণা করেছেন আফগানিস্তানের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট আশরাফ গনি।
এর পরেই ঘোষণা আসে, আফগানিস্তানের নাম বদলে দিচ্ছে তালেবান। দেশটির নতুন নাম হতে যাচ্ছে ‘ইসলামিক অ্যামিরেটস অব আফগানিস্তান’।
আলজাজিরা তালেবানদের উদ্ধৃত করে জানিয়েছে, খুব দ্রুতই ‘ইসলামিক অ্যামিরেট অব আফগানিস্তান’র ঘোষণা করা হবে। তালেবান নেতারা শিগগিরই দখল করে নেওয়া কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এ ঘোষণা দেবেন।
এদিকে, রাজধানী কাবুল ‘পতনের’ মুখে সদ্য সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় নেন। ক্ষমতা হস্তান্তর নিয়ে তালিবানের সঙ্গে আফগান সরকারের আলোচনার মধ্যে নিজের কয়েকজন অনুগতদের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এতে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। অবশ্য, তিনি দাবি করেছেন, রক্তবন্যা এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।