আট মাসে রাজস্ব ঘাটতি ২৬১ কোটি টাকা
সাদাকালো নিউজ
পণ্য আমদানি-রফতানি কমে যাওয়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গত আট মাসে সরকারের রাজস্ব আয় কমেছে ২৬১ কোটি টাকা।
বন্দরসংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, চলতি ২০২১-২২ অর্থবছরের শুরু থেকেই বন্দরে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। কর্মকর্তারা বলছেন, বন্দরের ব্যবসা-বাণিজ্য ভালো যাচ্ছে না বলে অর্থবছরের শুরু থেকে এই অবস্থা। পাশাপাশি বৈশিক করোনা সংকটের কারনে সরকারি আয়ের এই খাতের অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোমরা শুল্ক স্টেশনের জন্য ১ হাজার ১৩৭ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে । এর মধ্যে অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৫৯ কোটি ২৮ লাখ টাকা। তবে লক্ষ্যমাত্রার বিপরীতে এ সময় রাজস্ব আদায় হয়েছে মাত্র ৪৯৮ কোটি ৫ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৪ কোটি ৫২ লাখ, আগস্টে ৫৭ কোটি ৬৩ লাখ, সেপ্টেম্বরে ৭৩ কোটি ৩০ লাখ, অক্টোবরে ৭১ কোটি ২৮ লাখ, নভেম্বরে ৭৪ কোটি ২৮ লাখ, ডিসেম্বরে ৫৫ কোটি ২৭ লাখ, জানুয়ারিতে ৫৯ কোটি ২০ লাখ এবং সর্বশেষ ফেব্রুয়ারিতে ৬২ কোটি ৪১ লাখ টাকা আদায় হয়েছে। সেই হিসাবে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছে ২৬১ কোটি ২৩ লাখ টাকা।
এর আগে ২০২০-২১ অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায় হয়েছিল ৫৬০ কোটি ৪ লাখ টাকা। চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৬১ কোটি ৯৯ লাখ টাকার বেশি