অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন ওমর সানী!
নাফিজা আক্তার
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী অসুস্থ। সর্দি-কাশি ও গলা ব্যথায় ভুগছেন তিনি। সে কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানেও যেতে পারেননি। ফেসবুকে বিষয়টি জানিয়েছেন ওমর সানী নিজেই। জানিয়েছেন গতকাল থেকে শরীর চলছে না তার।
বর্তমানে একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন মৌসুমী। এ দিকে স্বামী চিত্রনায়ক ওমর সানী দেশে রয়েছেন একা।
নানা সময়ে মৌসুমীকে পাশে পেলেও এখন তাকে একাই থাকতে হচ্ছে দেশে। নানা সময়েই সে সব কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। তেমনই একটি পোস্ট দিয়েছেন মৌসুমীকে নিয়ে। তিনি তার ছবি ও মৌসুমীর ছবি একসঙ্গে পোস্ট করে ক্যাপশনে কিছু কথা লেখেন।
ওমর সানী লেখেন, ৪/৫ দিন যাবৎ সর্দি কাশি গলাব্যথা নিয়ে চলছি, সাথে ডাক্তারের পরামর্শে চলছে ওষুধ এন্টিবায়োটিক। কিন্তু গতকাল থেকে শরীর আর চলছে না, দোয়া করবেন আপনারা।’
তিনি আরও লেখেন, ‘দুঃখ পেলাম আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ডে যেতে পারলাম না, ভীষণ মিস করছি আমার স্ত্রী মৌসুমীকে, সময় দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে, দূরে থেকেও খুব কাছে সে।’
জানা গেছে, করোনার উপসর্গ হওয়ায় আজ বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করাতে গিয়েছিলেন ওমর সানী।