অলিম্পিকে অনন্য কীর্তি গড়ছেন সানিয়া মির্জা
সাদাকালো নিউজ ডেস্ক
টোকিও অলিম্পিকে ম্যাটে নামলেই অনন্য এক কীর্তি গড়বেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। চারটি অলিম্পিকে নামার রেকর্ড গড়বেন তিনি। ২৫ জুলাই অলিম্পিকে নারী দ্বৈত বিভাগে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবেন সানিয়া। এরইসঙ্গে ভারতের প্রথম নারী অ্যাথলেট হিসেবে অলিম্পিকের রেকর্ডবুকে নিজের নাম লেখাবেন।