অলিম্পিকের মঞ্চে ধরা পড়লো বলিউড গায়ক আনু মালিকের চুরি
সাদাকালো নিউজ ডেস্ক
অলিম্পিকের মঞ্চে ধরা পড়লো বলিউড গায়ক আনু মালিকের চুরি। বলিউডের বেশ নামকরা গায়ক, সুরকার ও সংগীত পরিচালক আনু মালিক। নব্বই দশকে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। তবে তার বিরুদ্ধে গানের সুর চুরির অভিযোগ আগে থেকেই। তাই বলে একটি দেশের জাতীয় সংগীতের সুর চুরি? এমনটা কারো কল্পনাতেও ছিল না। কিন্তু বাস্তবে তাই করেছেন আনু। মেরে দিয়েছেন ইসরায়েলের জাতীয় সংগীতের সুর।