পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা
সাদাকালো নিউজ
দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে প্রতিদিনই বেড়ে চলছে দেশি ও ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। মাত্র দুদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।
বর্তমানে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে যা গত দুই দিন আগে বিক্রি হয়েছিলো ৩০ টাকায়।
আজ শনিবার (৫ মার্চ) হিলি কাঁচাবাজার ঘুরে জানা যায়, দেশি পেঁয়াজ প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও কেন দাম বেড়ে চলছে তাঁর কারণ বলতে পারছেন না কেউ।
ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয় না। যার কারণে অসাধু ব্যবসায়ীরা নিজের ইচ্ছে মতো সব পণ্যের দাম বাড়াচ্ছে। তবে বিক্রেতাদের ভিন্ন কথা। তাঁদের মতে, বৃহস্পতিবার ভারতীয় পেঁয়াজ পাইকারীতে বিক্রি করেছে ৩০ টাকা দরে। আজ শনিবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। সাধারণ বিক্রেতারা বেশি দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করছে।
মন্তব্য করুন :
