ইরাকে যাচ্ছে ওয়ালটনের টিভি ও ওয়াশিং মেশিন
সাদাকালো নিউজ
ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে পণ্য রপ্তানির পর এবার মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে পণ্য রপ্তানি করছে দেশীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্য দিয়ে ওয়ালটন ব্র্যান্ডের বৈশ্বিক বাজার সম্প্রসারণের পথ আরো এক ধাপ এগিয়ে গেল।
ভিশন ‘গো গ্লোবাল-২০৩০’ অর্জনের লক্ষ্যে বৈশ্বিক বাজারে নিজস্ব ব্র্যান্ড লোগোতে পণ্য রপ্তানির প্রতি অধিক গুরুত্ব দিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ইরাকে নিজেদের ব্র্যান্ডের টেলিভিশন ও ওয়াশিং মেশিন রপ্তানি শুরু করেছে ওয়ালটন।
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইরাকে এ দুই পণ্য রপ্তানির কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইরাকের হেড অব মিশন আবদুলসালাম সাদ্দাম মোহাইসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইরাকের ডেপুটি হেড অব মিশন মোহানাদ আল দারাজি।
ওয়ালটন জানায়, ইরাকের খ্যাতনামা প্রতিষ্ঠান নুর ইশতার ওয়ালটনের বিজনেস পার্টনার হিসেবে কাজ করবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি ইরাকের বাজারে ওয়ালটন ব্র্যান্ডের টিভি ও ওয়াশিং মেশিন বাজারজাত কার্যক্রমও পরিচালনা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন কারখানা প্রাঙ্গণে আবদুলসালাম সাদ্দাম মোহাইসেন ও মোহানাদ আল দারাজি পৌঁছালে তাঁদের স্বাগত জানান ওয়ালটন হাই–টেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এস এম শাহাদাত হোসেন, ইউসুফ আলী প্রমুখ।
মন্তব্য করুন :
