অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল জান্নাতুল নওরীন এশার!
নাফিজা আক্তার
বয়স তখন মাত্র ১৬ পেরিয়েছে। পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ে মনযোগ দেন জান্নাতুল নওরীন এশা। কেননা ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন অভিনেত্রী হওয়া। এরই ধারাবাহিকতায় অংশ নেন কুমারিকা মিস ন্যাচারাল ২০১৭-এর আসরে।
মেয়েদের প্রাকৃতিক সৌন্দর্যের যথাযথ মূল্যায়ন এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সাল থেকে প্রতি বছর ‘কুমারিকা মিস ন্যাচারাল’ নামক অনলাইনভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে চুলের তেলের ব্র্যান্ড- কুমারিকা।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পান ভালোবাসা দিবসে প্রচারিত টেলিভিশন নাটকে অভিনয়ের সুযোগ। এছাড়াও চ্যাম্পিয়ন এবং রানার আপ বিজয়ীরা সবাই পাবেন কুমারিকার প্রস্তুতকারক দেশ শ্রীলংকা ঘুরে আসার সুযোগও পান।
২০১৭ সালের প্রতিযোগিতায় অংশ নিয়ে জান্নাতুল নওরীন এশা ৫ হাজার ৪০৪ জন প্রতিযোগীর সঙ্গে লড়ে জায়গা করে নেন সেরা দশে। চ্যাম্পিয়ন কিংবা রানার-আপ না হলেও স্পেশাল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে দ্যা মোস্ট বিউটিফুল স্কিন নির্বাচিত হন জান্নাতুল নওরীন এশা।
এরপর থেকেই সামাজিক যোগাযোগের নানা মাধ্যম — টিকটক, ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, টুইটার, এমনকি ইউটিউবেওই সক্রিয় ছিলেন এশা। হাল আমলের ছোট ভিডিও নির্মাণের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন জান্নাতুল নওরীন এশা। টিকটকার হিসেবে বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এমনকি বাংলাদেশি জনপ্রিয় টিকটকারদের মধ্যেও একজন এশা।