২৩ ঘণ্টা রোজা রাখেন বিশ্বের যে প্রান্তের মানুষ!
সাদাকালো নিউজ
বিশ্বব্যাপি পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রমজানের রোজা ফরজ ইবাদত ও আল্লাহর নির্দেশ। ঈমানদারদের জন্য রোজা রাখা যে ফরজ তা জানিয়ে মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন: ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। যেভাবে তোমাদের আগের লোকদের ওপর রোজা ফরজ করা হয়েছিল। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।’
রমজানে বিশ্বের বিভিন্ন দেশে রোজা রাখার সময়ের পার্থক্য থাকে। একিভাবে ইফতার এবং সেহরির সময়সূচিও অঞ্চলভেদে আলাদা হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়, তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলমানরা তাদের দেশের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে রোজা রাখেন। যা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত পরিবর্তিত হয়। এবার রমজানে কোথাও রোজা পালন হচ্ছে ১১ ঘণ্টা আবার কোথাও ২৩ ঘণ্টা।
প্রাকৃতিকভাবে পৃথিবীর আরনিক গতির কারণে রোজা রাখার সময়ের ভিন্নতা দেখা যায়। বিশ্বে সবচেয়ে দীর্ঘসময় রোজা রাখেন উত্তর মেরুর দেশগুলোতে বসবাসরত মুসল্লিরা।
আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ডেনমার্কের মতো দেশগুলোর মুসলিমরা সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখেন। সময়টা প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা। বিশেষ করে আইসল্যান্ড ও গ্রীনল্যান্ডে গড়ে ২২ ঘণ্টারও বেশি সময় হয়ে থাকে।
যেমন আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকের শহরে আলো থাকে ২১ ঘণ্টা। এর ফলে এই শহরের মুসল্লিদের রোজা রাখতে ২২ ঘণ্টারও বেশি। আর রাতে তারা খাওয়ার সময় পান মাত্র দেড় ঘণ্টা। এই সময়টাতে সেহরিও খেতে হয় তাদের।
রেইকিয়াভিক শহরে বাস করেন প্রায় দেড় হাজার মুসলিম। এই শহরে সূর্যাস্ত হয় ১২টার দিকে। এর দেড় ঘণ্টা পরেই ফজরের আজান হয়। এ কারণে দীর্ঘ ২২ ঘণ্টা রোজা রাখতে হয় তাদের। রোজা রাখার মতো সক্ষম মানুষরা এটা মেনে চললেও বৃদ্ধ, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এতোটা সময় রোজা রাখতে পারেন না।
আবার ফিনল্যান্ডের মুসলমানরা এবার ২২ ঘণ্টারও অধিক সময় রোজা রাখছেন। রাজধানী হেলসিংকি সবচেয়ে দক্ষিণে অবস্থিত হওয়ার কারণে এখানে বসবাসরত রোজাদাররা রোজা রাখেন ২২ ঘণ্টা ১২ মিনিট। আবার দেশটির সবচেয়ে উত্তরের শহর ল্যাপল্যান্ডে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখেন মুসলমানরা। সেখানে রাত আসে মাত্র ৫৫ মিনিটের জন্য। তাদের প্রতিদিনকার রোজার দৈর্ঘ্য হয় ২৩ ঘণ্টারও বেশি।
এছাড়াও ফিনল্যান্ডের বৃহত্তম শহর উলুর মুসলমানরা ২২ ঘণ্টা ৫৩ মিনিট সময় ধরে রোজা রাখেন। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে এই অঞ্চলের মুসলমানদের ইফতার ও সেহরি সম্পন্ন করতে হয়।
মন্তব্য করুন :
