সন্তানের সঙ্গে অপুর নতুন ভিডিও ভাইরাল!
সাদাকালো নিউজ
২০১৭ সালের পর বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন এই নায়িকা। সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন প্রাক্তন স্বামী শাকিব খানকে জড়িয়ে। এ কারণে অনেকেই তাকে সমালোচনার পাল্লায়ও মাপেন। তবে নতুন নতুন সব চমক নিয়ে দর্শকের সামনে হাজির হতে ভালোবাসেন অপু বিশ্বাস।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব অপু বিশ্বাস। প্রায় সন্তানের ছবি পোস্ট করেন। এমনকি অন্তর্জালে রূপের ঝলক দিয়ে ভক্তদের মুগ্ধ করতেও তার ঝুড়ি নেই। এছাড়াও ভক্তদের উদ্দেশে নিজের ফেসবুক পেজে নানা বিষয় তুলে ধরেন।
এরি ধারাবাহিকতায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমাত্র ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা। ভিডিওর শুরুতেই দেখা গেছে, ছেলেকে রেডি করে দিচ্ছেন অপু বিশ্বাস। এ সময় আপন মনে জাতীয় সংগীত গাইছে জয়। এরপর ছেলের কপালে চুমু দিয়ে তার হাত ধরে হাঁটতে থাকেন অভিনেত্রী।
ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে অপু বিশ্বাসের কণ্ঠে শোনা যাচ্ছে, স্বাধীনতা মানে লিখতে পারি, বলতে পারি কথা। স্বাধীনতা মানে লাল-সবুজের একখানই পতাকা। তুমি আমার দেশ, তুমি আমার অহংকার। তোমায় কী ভুলিতে পারি, আমার প্রিয় জন্মভূমি।
ভিডিওটির সবশেষে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায় জয়। তার ভাষ্য, ‘সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ একই সুরে অপু বিশ্বাসও বলেন, ‘সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’
ভিডিওটির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘লাল-সবুজ পতাকা আঁকা থাকুক আমাদের অস্তিত্বজুড়ে। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
এদিকে সাবেক স্বামী-সন্তান সমালোচনার মাঝেই প্রযোজনায় নাম লেখান অপু বিশ্বাস। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম অপু-জয় চলচ্চিত্র। ইতোমধ্যে সরকারি অনুদানে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অপু নির্মাণ করেছেন ‘লাল শাড়ি’ সিনেমা।
প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। চলতি মাসেই সব কাজ শেষ করে ‘লাল শাড়ি’ সেন্সরে জমা দেবেন বলে জানিয়েছেন এর নির্মাতা বন্ধন বিশ্বাস।
জানা যায়, ‘লাল শাড়ি’ ছবিটি তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে। সরকারি অনুদানের এই সিনেমাতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা সাইমন সাদিক। ইদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে পারে সিনেমাটি।
মন্তব্য করুন :
