দুই ছেলেকে নিয়ে কী বললেন শাকিব?
সাদাকালো নিউজ
সিনেমা পাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খান ও অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ’র বিষয়টি। প্রযোজকের দাবি, তিনি শাকিব খান অভিনীত ‘অপারেশন অগ্নিপথ’র প্রযোজক। অভিনেতার বিরুদ্ধে তিনি অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও আপত্তিকর কর্মকাণ্ডের মতো গুরুতর সব অভিযোগ এনেছেন।
গেল ১৫ই মার্চ এমন অভিযোগের পর রীতিমতো আগুন ধরে যায় পুরো ইন্ডাস্ট্রিতে। এরপর বিষয়টি সমঝোতার চেষ্টায় পরদিন ঢাকার একটি রেস্তোরাঁয় বসেন শাকিব খান ও রহমত উল্ল্যাহ। কিন্তু সেখানে কোনো সমঝোতা হয়নি। এরপর শাকিব ছুটে যান গুলশান থানায়। সেখান থেকে ডিবি অফিস।
১৯ মার্চ রাতে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাম্প্রতিক ইস্যু নিয়ে গণমাধ্যমে কথা বলেন শাকিব খান। সে সময় নিজের দুই সন্তান এবং স্ত্রীদের নিয়েও কথা বলেন খান সাহেব।
দুই ছেলের বিষয়ে শাকিব খান বলেন, আমার দুই ছেলে আমার সঙ্গেই আছে। আপনারা দেখেছেন আমার বড় ছেলে ভিডিও কল দিয়ে বলছে, হ্যালো পাপ্পা, এখানে যাব ওখানে যাব। ছোট ছেলে শেহজাদকে নিয়ে শাকিব বলেন, বীরের জন্মদিন ২১ তারিখ। তার জন্মদিনে সবার দাওয়াত রইল।
এসময় অপু বিশ্বাসকে নিয়ে কথা না বললেও শবনম বুবলীর নাম নিয়ে শাকিব বলেন, বুবলীর বিষয়টি উঠে আসার পর থেকেই একটি মহল আমার পেছনে লেগেছে। তারা অনেক কিছুই সাজাতে চেয়েছিলো। তারা ভেবেছিলো শাকিব অধ্যায় এখানেই শেষ হচ্ছে। সেটা কিন্তু আর হলো না। তারা আবার এই প্রতারককে খুঁজে বের করেছে। তাকে দিয়ে আবার একটা নতুন নাটক সাজিয়েছে।
এদিকে শাকিবের নামে অভিযোগ তোলা প্রযোজক রহমত উল্ল্যাহ অনেকটা গোপনে ১৭ই মার্চ দেশ ছেড়েছেন। ২০ মার্চ অস্ট্রেলিয়া থেকে এই প্রযোজক জানান, শাকিব বলছে, আমি ভুয়া প্রযোজক- এটা হাস্যকর। আমি যে একজন প্রযোজক এর যথেষ্ট প্রমাণ আছে। আর আমি তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছি, একটাও মিথ্যে নয়।
রহমত উল্ল্যাহ বলেন, বিষয়টি নিয়ে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। কীভাবে কি করা যায়, সেই সিদ্ধান্তই নিচ্ছি। কিছুদিনের মধ্যেই আইনিভাবে লড়তে বাংলাদেশে আসছি। এই কিছুদিন আপনারা অপেক্ষা করেন। অস্ট্রেলিয়ায় কিছু কাজ থাকার কারণে দ্রুত চলে আসতে হয়েছে।
অভিযোগ দিয়েই অনেকটা গোপনে দেশ ছাড়ার কারণ জানতে চাইলে প্রযোজক বলেন, আমার হাতে সময় কম ছিলো। অস্ট্রেলিয়ায় আমার অনেক কাজ আছে। বিষয়টি আমি শাকিব খান এবং চলচ্চিত্রের বিভিন্ন সমিতিগুলোর কাছেও বলেছি। কারো ভয়ে আমি দেশ ত্যাগ করিনি। তাছাড়া বিষয়টি সমাধানের জন্য শাকিব খানই আমার সঙ্গে বসেছিলেন। কিন্তু পারেননি। আমি আমার কাজের জন্যই অস্ট্রেলিয়ায় এসেছি, কারও ভয়ে নয়। অল্প কিছুদিনের মধ্যে সব প্রমাণ নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কারণ, এবার লড়াই হবে আইনিভাবে।
মন্তব্য করুন :
