দলের সমাবেশে জাহাঙ্গীর নেপথ্যে রয়েছে কার হাত?
সাদাকালো নিউজ
আওয়ামী লীগ থেকে চিরতরে বহিষ্কৃত তিনি। তবুও এখনও নিজেকে দলের একজন মনে করেন জাহাঙ্গীর আলম। আর তাই ঢাকায় দলটির শান্তি সমাবেশে গাজীপুর থেকে হাজার সমর্থক নিয়ে যোগ দিয়েছিলেন। তার দাবি, দলের নির্দেশ পেয়েই সমাবেশে অংশ নেয়া। তবে কার আদেশ, তা জানাননি জাহাঙ্গীর।
এদিকে শতশত গাড়ি নিয়ে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেয়ায় পুরো গাজীপুরে এখন চলছে জাহাঙ্গীরকে নিয়ে আলোচনা। প্রশ্ন উঠেছে, বহিষ্কৃত হয়েও কোন শক্তিতে দলের কার্যক্রমে জাহাঙ্গীর? নেপথ্যে রয়েছে কার হাত?
অনুসারীদের দাবি, গাজীপুর আওয়ামী লীগে জাহাঙ্গীরের বিকল্প নেই কেউ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই কাজ করছেন তাদের নেতা। যদিও দলীয় সমাবেশে জাহাঙ্গীরের উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত মুখ খুলছেন না কেন্দ্রীয় নেতারা।
এ বিষয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান জানান, দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত জাহাঙ্গীর। এরপরও কিভাবে সে সমাবেশে যান! দলে থেকে কেউ তাকে যেতে বলেছে কি না সে বিষয়েও কিছু জানা নেই তার।
কদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে জাহাঙ্গীরের উপস্থিতি সবাইকে অবাক করে। অনুষ্ঠান শেষে জাহাঙ্গীর জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে দলের জন্য কাজ করার বার্তা পেয়েছেন তিনি। এরপর থেকেই ফুরফুরে মেজাজে গাজীপুরের আলোচিত এই নেতা।
সরকারের পতন ঘটানোর কর্মসূচি দিতে ১২ই জুলাই ঢাকায় বিএনপির সমাবেশ হয়। এদিন নিজেদের শক্তিমত্তার জানান দিতে আওয়ামী লীগও সমাবেশ ডাকে। বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত সমাবেশস্থলে বিকেল সাড়ে ৪টায় পৌঁছান জাহাঙ্গীর।
এক সময়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন জাহাঙ্গীর আলম। ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরে বঙ্গবন্ধুকে অসম্মান করে এক মন্তব্যের জন্য দল থেকে বহিষ্কৃত হন। এরপর মেয়র পদ থেকেও তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
চলতি বছরের শুরুর দিকে পুনরায় আওয়ামী লীগে ফিরিয়ে নেয়া হয়েছিল জাহাঙ্গীরকে। তবে সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় পুনরায় তাকে চিরতরে বহিষ্কারের কথা জানায় আওয়ামী লীগ। জাহাঙ্গীর এবার নিজে প্রার্থী হতে না পারলেও মাকে মেয়র প্রার্থী করে জিতিয়ে আনেন। তাতে হারতে হয় আওয়ামী লীগের প্রার্থীকে।
মন্তব্য করুন :
